নিয়ম ও প্রবিধান

নিয়ম ও প্রবিধানঃ
প্রভাতি শাখাঃ সকাল 7.30 টা হতে 11.30 টা শিশু থেকে দশম শ্রেণী।

দিবা শাখাঃ
দুপুর 12.00 টা হতে বিকাল 4.00 টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত।
ইউনিফর্মঃ
বালকঃ  মনোগ্রামসহ সাদা ফুলশার্ট, নেভী ব্লু ফুল প্যান্ট, কালো বেল্ট, সাদা জুতা ও সাদা মোজা বাধ্যতামূলক।

বালিকাঃ শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মেয়েদের মনোগ্রামসহ সাদা ফ্রক (হাটু পর্যন্ত লম্বা) এবং সাদা স্কার্ফ। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের মনোগ্রামসহ সাদা কামিজ (হাটু পর্যন্ত লম্বা), সাদা পায়জামা, সাদা ক্রস ওড়না, সাদা কাপড়ের বেল্ট, সাদা জুতা ও সাদা মোজা। শীতকালে নেভি ব্লু পুওভার সোয়েটার (সবার জন্য)

No comments

Powered by Blogger.